বোয়ালখালীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

বোয়ালখালীতে একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুরে থাকা সব মাছ মরে ভেসে উঠে। গতকাল শনিবার সকালে উপজেলার আকুবদণ্ডী গ্রামের বৈলতলী হযরত গাজী মো. শরীফ (রহ.) মাজারের পাশের পুকুরটিতে মরা মাছগুলো ভাসতে দেখে বলে জানান স্থানীয়রা।

জানা যায়, পুকুরটি প্রবাসী মো. আলম দিদার গত বছর ৩ লাখ টাকায় ৫ বছরের জন্য খাজনায় নিয়েছেন। এরমধ্যে তিনি ৮০ হাজার টাকার মাছের পোনাও ছেড়েছিলেন বলে জানা গেছে।

ক্ষত্রিগ্রস্ত আলম দিদার বলেন, গত শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে।

বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *