চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর ২০২৫: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. জহির উদ্দিন চৌধুরী টিপু (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ সাকির মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত নুরুল আবছার চৌধুরীর (ডাক্তার আবছার) পুত্র।
র্যাব-৭ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং চলতি বছরের আগস্ট মাসে চট্টগ্রামের জোবরা গ্রামে গ্রামবাসী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হাসানকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে, সন্ধ্যায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এ প্রতিবেদককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “তার বিরুদ্ধে এখনও আরও মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”