বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহজ করার পর ভারতের বিভিন্ন শহরের ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দীর্ঘ এক বছর ধরে বাংলাদেশিদের অনুপস্থিতিতে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন শহরের ব্যবসায়ীরা নাজুক অবস্থায় ছিলেন। তবে ভারত সরকার বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার ফলে ব্যবসায়ীরা আশাবাদী।
রোববার (১০ আগস্ট) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে, যা কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উৎসাহের সঞ্চার করেছে।
প্রতি বছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি পর্যটন, চিকিৎসা ও ব্যবসার উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতেন। তবে গত বছরের ৫ আগস্ট থেকে ভিসানীতি কঠোর হওয়ার ফলে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়, যার ফলে ভারতে নানা খাতে বিপুল ক্ষতির সম্মুখীন হয়। নিউমার্কেট (কলকাতা), দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরসহ বড় হাসপাতালগুলোও ভেঙে পড়ে বাংলাদেশি-নির্ভর ব্যবসায়।
এখন ভিসানীতি সহজ হওয়ার ফলে ব্যবসায়ীরা আশা করছেন, বাংলাদেশিদের ফের ভারতে আসা শুরু করলে তারা আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। হাসপাতাল, হোটেল, পরিবহন, মুদ্রা বিনিময় এবং খাদ্যপণ্য ব্যবসায়ীসহ অন্যান্যরা আশা করছেন, দুই দেশের সম্পর্ক উন্নত হলে তাদের ব্যবসায়ও পুনরুজ্জীবিত হবে। সকলেই চান ধর্ম, রাজনীতি ও বিভাজন ছাড়াই দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুট থাকুক।