বাঁচার জন্য আকুতি জানালেও, তাদের মন পরিবর্তন করতে সক্ষম হননি ওই সাংবাদিক

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

এর আগে, মো. আসাদুজ্জামান তুহিন নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লেখেন, “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।” কিছুক্ষণ পরেই এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, তুহিন চান্দনা চৌরাস্তা এলাকায় সপরিবারে বসবাস করছিলেন। ওই রাতে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন, তখন কয়েকজন যুবক প্রকাশ্যে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর হামলাকারীরা পালিয়ে যায় এবং ঘটনাস্থলে তুহিনের মৃত্যু ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে, হত্যাকাণ্ডের কারণ ও খুনি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *