বহির্নোঙরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বহির্নোঙরে অপর একটি জাহাজের সাথে ধাক্কা খেয়ে তলা ফেটে যাওয়ার পর জাহাজটি ডুবতে শুরু করে। জাহাজের মাস্টার সেটিকে দ্রুত কুলের দিকে নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় পৌঁছে জাহাজটি ডুবে যায়। বন্দর চ্যানেলে আসা–যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে গেলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান।

বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) বোঝাই করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে। তবে এতে বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ আসা–যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের একজন কর্মকর্তা বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় এটি স্থির রাখা হয়। সকালে সেটি তীরের দিকে নিয়ে আসার সময় অর্ধেকেরও বেশি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন। লাইটারেজ শ্রমিক ইউনিয়ন সূত্র জানিয়েছে, জাহাজটি নেভাল একাডেমির কাছাকাছি আসার পর চরে আটকে তলা ফেটে যায়। এতে নিচে দিয়ে তিনটি হ্যাচেই পানি প্রবেশ করতে শুরু করে। এক পর্যায়ে প্রায় ৯০ শতাংশ ডুবে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *