বনশ্রীতে ‘মাইক্লো বাংলাদেশ’ এর যাত্রা শুরু

জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত দেশীয় পোশাক ব্র্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ’ সম্প্রতি রাজধানীর বনশ্রীতে তাদের ১৬তম আউটলেটের যাত্রা শুরু করেছে। মানসম্মত, আরামদায়ক এবং আধুনিক রুচিসম্মত পোশাককে গ্রাহকের ক্রয়ক্ষমতার মধ্যে পৌঁছে দিতে কাজ করছে এই ব্র্যান্ডটি।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বনশ্রীতে মাইক্লো বাংলাদেশের ১৬তম আউটলেট উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির এবং মাইক্লোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডটি মাত্র দুই বছরেরও কম সময়ে ১৬টি শোরুম চালু করে নতুন মাইলফলক অর্জন করেছে।

আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা নিশ্চিত করতে চান এমন অঙ্গীকার ব্যক্ত করে প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, ‘প্রাথমিকভাবে বাংলাদেশের বাজারকে টার্গেট করে মাইক্লোর যাত্রা শুরু হলেও আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে বাংলাদেশের বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে মাইক্লোকে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে নতুন শো-রুম ও নতুন ডিজাইন–কালেকশন নিয়ে আসছি।’

উল্লেখ্য, উদ্বোধন উপলক্ষ্যে ক্রেতাদের জন্য তিন দিনব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। শিগগিরই আরও কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ মাইক্লো বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *