রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক নারী। পুলিশ পরে তাঁকে বাড়ি পাঠিয়ে দেয়। অপরদিকে, আরেক ব্যক্তি ফুল দিতে আসলে তাকে জিজ্ঞাসাবাদে নেয় পুলিশ।
আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ওই নারী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বিধ্বস্ত বাড়িতে ফুল দিতে এসে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করেন। তিনি নিজেকে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী বলে পরিচয় দেন এবং ১৫ আগস্টের দিন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাকে নিরাপত্তাজনিত কারণে প্রবেশ করতে না দেওয়ার কথা জানায়। একপর্যায়ে নারীর হাতে থাকা ফুল মাটিতে ফেলে দেওয়া হয় এবং তাকে রিকশায় বাড়ি পাঠানো হয়।
এ বিষয়ে উপস্থিত লালমাটিয়া থানা ছাত্রদলের সদস্য তামজিদ ইসলাম বলেন, ওই নারী ভাইরাল হওয়ার জন্য এসেছিলেন। তিনি আরও জানান, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগে পুলিশ তাকে বুঝিয়ে পাঠিয়ে দেয় এবং কোনও বিশৃঙ্খলা হয়নি।
এরপর দুপুর সোয়া ১২টার দিকে ফুল দিতে আসা আরেক ব্যক্তিকে পুলিশ আটক করে। ওই ব্যক্তি নিজেকে রিকশাচালক বলে পরিচয় দেন এবং দাবি করেন তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন, শুধু বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছেন। তবে তাকে মারধর করলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান সুমন বলেন, ওই ব্যক্তিকে বর্তমানে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড দেখা যায় এবং সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেন। এছাড়া, ধানমন্ডি লেক পার্কে সকালে উচ্চস্বরে গান বাজানো হলেও আয়োজকদের পরিচয় জানা যায়নি।
১৫ আগস্টের নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে বৃহস্পতিবার রাত থেকে ধানমন্ডি এলাকায় পুলিশি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।