চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর ফকিরহাট এলাকায় অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাওলানা মো. ইয়াকুব জানান, মুছার মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ৬০/৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।