খুলনার ফুলতলা উপজেলায় আছিয়া খানম (২৭) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দামোদর ইউনিয়নের জমাদ্দারপাড়ার শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নারী দামোদর ইউনিয়নের জমাদ্দারপাড়ার শহীদ মোড়লের স্ত্রী। এ ঘটনায় হোসাইন কাজী নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ফুলতলা থানার ওসি জেল্লাল হোসেন জানান, বিয়ের আগে থেকেই আছিয়া খানমের সঙ্গে হোসাইন কাজীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও তারা ফোনে যোগাযোগ করতো এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে। গত ১৫ অক্টোবর দুপুরে হোসাইন কাজী দেখা করতে আছিয়া বেগমের ঘরে যায়। সেখানে তাদের হাতে নাতে ধরে ভিকটিমের চাচাশ্বশুর রাজ্জাক মোড়ল। তাৎক্ষণিক হোসাইনকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রাগে অভিমানে প্রতিশোধ নেওয়ার জন্য হোসাইন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের পর হোসাইন বাড়ির ছাদে পানির ট্যাংকে লুকিয়ে ছিল। পুলিশ তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনার বর্ণনায় দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার হয়েছে।