পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় আচরণ করতে হবে: স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেছেন, “পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় আচরণ করতে হবে। তাদেরকে অহংকার, লোভ, হিংসা, পরচর্চা এবং অন্ধ আনুগত্য পরিহার করে আরও সৃজনশীল পদক্ষেপ নিতে হবে।”

শুক্রবার বিকেলে রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা’ শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। প্রধান অতিথির বক্তব্যে নাসিমুল গনি সুরা সোয়াদ-এর ২৬ নম্বর আয়াত তুলে ধরে বলেন, “হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করো এবং নিজের খেয়ালখুশির অনুসরণ থেকেও বিরত থাকো, নইলে তা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে পারে।”

এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসন্ন নির্বাচনকে একটি আন্তর্জাতিক দৃষ্টান্তে পরিণত করবে।

তিনি আরও উল্লেখ করেন, গত বছরে মহানগর পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পুলিশের পেশাদারিত্ব অনেকটা পুনরুদ্ধার হয়েছে। এই পেশাদারিত্ব আরও বৃদ্ধি করে দেশের সেবা অব্যাহত রাখার জন্য তিনি সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ পুলিশ বাহিনীর দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *