বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক দল আলোচনা করলেও বাংলাদেশের ভোটারদের মধ্যে এর সম্পর্কে কোনও সচেতনতা নেই। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোও এই পদ্ধতির ব্যাপারে পর্যাপ্ত জানে না এবং ভারত ও পাকিস্তানে পিআর পদ্ধতি না থাকলেও, যে দেশগুলোতে এটি রয়েছে, সেখানে সঠিকভাবে তা বোঝার প্রয়োজন রয়েছে। ভোটের শতাংশের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আসার বিষয়টিও আগে স্পষ্ট হওয়া দরকার।
মঙ্গলবার (৫ আগস্ট) টাঙ্গাইলের বাসাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। আযম খান বলেন, কিছু রাজনৈতিক দল চাইছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনটি না হওয়ার জন্য, কিন্তু মনে রাখতে হবে—যাদের ভোট নেই, তারা কখনও নির্বাচনী মাঠে ফিরে আসবে না। নির্বাচন বিলম্বিত হলে কিছু রাজনৈতিক দল উপকৃত হলেও, এর ফলে দেশের ক্ষতি হবে।
তিনি আরও বলেন, এক বছরের মধ্যে নির্বাচিত সরকার না আসার কারণে এখনো দেশের বিনিয়োগ এবং ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে। দেশের রাজনৈতিক দল ও বিদেশিরা অস্থিতিশীলতার মধ্যে রয়েছে, তাই দ্রুত নির্বাচন জরুরি।
আযম খান জানান, তারা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। তিনি উল্লেখ করেন, ঐতিহাসিক লন্ডন বৈঠকে দলের নেতাদের মধ্যে আলোচনা হয়েছে এবং সরকারকে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।