পরিচয় ‘ভিডিও তারকা,’ আড়ালে ভয়াবহ পর্নো কাহিনী

দেখতে একজন সাধারণ যুবক। বিয়ের ইতিহাস আছে তিনটি, গ্রামেও চুপচাপ থাকে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় ‘ভিডিও তারকা’। সেই পরিচয়ের আড়ালে লুকিয়ে ছিল পর্নোগ্রাফি চক্রের ভয়াবহ এক কাহিনী। বান্দরবানে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হলো না আজিম ও তার তৃতীয় স্ত্রী বৃষ্টির।

আজিম আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালাম ও মর্তুজা বেগমের তৃতীয় ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা আজিম দুইবার বিয়ে করে উভয় স্ত্রীকে তালাক দেন। এরপর বৃষ্টি নামের এক নারীকে তৃতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করে এবং দুই বছর আগে তাকে নিয়ে পারিবারিক বাড়িতে ফেরেন।

পুলিশ জানায়, গত ২০২৪ সালের মে মাসে আজিম ও বৃষ্টির প্রথম পর্নো ভিডিও প্রকাশিত হয় আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে। এক বছরের ব্যবধানে প্রকাশিত হয় মোট ১১২টি ভিডিও, যেগুলো ২ কোটি ৬৭ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় বরুমচড়া ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ বলেন, এই পরিবার আগে থেকেই অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। কিছুদিন আগে সিএনজি চুরির ঘটনায় তাদের নিয়ে বৈঠকও হয়েছে। আমরা এই ধরনের কাজের উপযুক্ত বিচার চাই।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,আজিম একজন ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। গত ২৩ আগস্ট চুরির অভিযোগে আজিম ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *