পটুয়াখালী শহরতলীর কালিপুর ইউনিয়নের ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয় আগুন দেওয়া হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এ আগুন দেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পটুয়াখালী মহাসড়কের পাশে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। এই অগ্নিকাণ্ডে একটি পাম্প মেশিন পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ব্যাংকের নাইড গার্ড এবং পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাংকের ভিতরে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
ডিবুয়াপুর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হাফিজুর রহমান জানান, আসলে কে বা কারা গভীর রাতে আগুন দিয়েছে আমরা তো দেখিনি। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় এমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনা উল্লেখ করে পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।