নেত্রকোনার বারহাট্টায় পারিবারিক কলহের কারণে ইঁদুরের বিষ খেয়ে গৃহবধূ রিয়া মনি (২৫) মৃত্যুবরণ করেছেন। তবে তার পরিবার এই ঘটনাকে পরিকল্পিত হত্যার অভিযোগ করেছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে বারহাট্টা উপজেলার জয়কৃষ্ণ নগর গ্রামে এ ঘটনা ঘটে। রিয়া মনি, সোহেল মিয়ার স্ত্রী এবং জয়পতাকা গ্রামের কমল মিয়ার মেয়ে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র পরিবারের কারণে রিয়া মনি ও তার স্বামী সোহেল মিয়ার মাঝে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকালে তাদের মধ্যে আবার ঝগড়া হয়, তারপর স্বামী মাছ ধরতে চলে গেলে রিয়া মনি ইঁদুরের বিষ খেয়ে ফেলে। বিষক্রিয়া শুরু হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে টক খাবার খাওয়ানোর চেষ্টা করেন। পরে তাকে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা, কমল মিয়া অভিযোগ করে বলেন, তার মেয়ে হত্যার শিকার হয়েছেন। তিনি দাবি করেন যে, রিয়া মনিকে তার স্বামী সোহেল ও শ্বশুর-শাশুড়ি মিলে বিষ খাইয়ে হত্যা করেছেন। তিনি আরও বলেন, তার মেয়ে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের শিকার ছিল।
রিয়া মনির স্বামী সোহেল মিয়া বলেন, “গত রাতে আমার স্ত্রী আমাদের আড়াই বছরের ছেলেকে মারধর করে। এরপর আমি তাকে বকাঝকা করি। সকালে মাছ ধরতে যাওয়ার সময় সে ইঁদুরের বিষ পান করে। পরে আমি তাকে হাসপাতালে নিয়ে আসি, কিন্তু তাকে বাঁচাতে পারিনি।”
বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান জানান, পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।