জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে, শহীদ হওয়া ব্যক্তিদের মায়েদের বুকে তাঁদের সন্তান ফেরত দিতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ বিশেষ অতিথি হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব মন্তব্য করেন। তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হলে, আমার শহীদ ভাইদের যারা রক্ত দিয়েছিল, তাদের লাশ সরকারকে ফেরত দিতে হবে। বর্তমান সংবিধান এবং সিস্টেমে নির্বাচন করার মানে কী ছিল, সে প্রশ্ন তুলেন তিনি।”
এছাড়া, নির্বাচন সংস্কার ছাড়া হলে গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের দাম সরকারকে চুকাতে হবে বলেও দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরও বলেন, “যদি নির্বাচন সংস্কার ও নতুন সংবিধান ছাড়া হয়, তবে শহীদ মায়েদের বুক খালি করার জন্য সরকারকে তাদের সন্তান ফিরিয়ে দিতে হবে।”
গণ-অভ্যুত্থানের নেতাদের চরিত্র হননের চেষ্টা করার অভিযোগও তোলেন তিনি, এবং বলেন, “গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের এখন এক লাখ-পাঁচ লাখ টাকার মাধ্যমে অপবাদ দেওয়া হচ্ছে, যা বন্ধ করতে হবে।”
গোয়েন্দা সংস্থার সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, “ডিজিএফআই বাংলাদেশে কাজ করে কিন্তু এর কোনো জবাবদিহিতা নেই। তারা শুধু মানুষের ভীতি সৃষ্টি করে। আমরা তাদের ‘আয়নাঘর’ ভেঙে ফেলেছি, এখন প্রয়োজনে ডিজিএফআই হেডকোয়ার্টার ভেঙে ফেলব।”
সবশেষে, নাসীরুদ্দীন পাটওয়ারী গত বছরের গণ-অভ্যুত্থান উল্লেখ করে বলেন, “গণভবন পতনের পর ছাত্রশক্তি, পাঠচক্র এবং জনগণ শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, এখন বঙ্গভবনও পতিত হবে, এর নেতৃত্ব আপনারাই দেবেন।”