নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফলে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা আজ থেকেই ভর্তি ফরম পূরণ শুরু করতে পারবেন। বিকেল ৪টা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা কলেজের ওয়েবসাইট (ndc.edu.bd) থেকে ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের পর বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করা হলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নির্বাচিত শিক্ষার্থীরা ১৪ আগস্ট বিকেল ৪টা থেকে ১৭ আগস্ট দুপুর ১২টার মধ্যে ফরম পূরণ করে ফি পরিশোধ করতে পারবেন। পূর্ণাঙ্গ ভর্তি ফরমটি এ-৪ সাইজের সাদা কাগজে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না করলে আর কোনো সুযোগ থাকবে না।
নটরডেম কলেজের এক কর্মকর্তা জানান, ২৯ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ভর্তির আবেদন জমা নেয়া হয়েছিল, যার মধ্যে কয়েক লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। ৮ ও ৯ আগস্ট বিভিন্ন শিফটে ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং ১১ আগস্ট তার ফলাফল প্রকাশিত হয়।