বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র প্রতিহত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২ আগস্ট) সকালে ফৌজদারহাট ৫ আগস্ট ‘জুলাই বিপ্লব’ দিবস উপলক্ষে সীতাকুণ্ডে আয়োজিত কর্মসূচি সফল করতে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কাজী মহিউদ্দিন ও পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু।
আসলাম চৌধুরী বলেন, ‘জুলাই বিপ্লব’ শুধুমাত্র একটি তারিখ নয়, এটি গণতন্ত্র এবং ভোটাধিকারের সংগ্রামের প্রতীক। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অভ্যুত্থান ছিল। ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ মুক্ত, এবং এ আন্দোলনে সকলের অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, বর্তমানে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একাধিক ষড়যন্ত্র চলছে, যার বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
এ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি জয়নাল আবেদীন দুলাল, ছাত্রদল নেতা মোরসালিনসহ আরও অনেক নেতৃবৃন্দ।