দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে: আসলাম চৌধুরী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র প্রতিহত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২ আগস্ট) সকালে ফৌজদারহাট ৫ আগস্ট ‘জুলাই বিপ্লব’ দিবস উপলক্ষে সীতাকুণ্ডে আয়োজিত কর্মসূচি সফল করতে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কাজী মহিউদ্দিন ও পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু।

আসলাম চৌধুরী বলেন, ‘জুলাই বিপ্লব’ শুধুমাত্র একটি তারিখ নয়, এটি গণতন্ত্র এবং ভোটাধিকারের সংগ্রামের প্রতীক। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অভ্যুত্থান ছিল। ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ মুক্ত, এবং এ আন্দোলনে সকলের অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, বর্তমানে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একাধিক ষড়যন্ত্র চলছে, যার বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

এ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি জয়নাল আবেদীন দুলাল, ছাত্রদল নেতা মোরসালিনসহ আরও অনেক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *