চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের বাশের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী শাকিল (১৯), উপজেলার ঢেমশা ইউনিয়নের মজিদ কোম্পানির বাড়ির আমির হোসেনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হন জসিম উদ্দিন নামের এক ব্যক্তি।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মহি উদ্দিন জানান, দুটি মোটরসাইকেলের মধ্যে সজোরে ধাক্কা লাগার কারণে এই দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে কেরানীহাট মা-শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন এবং আহত জসিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
উল্লেখযোগ্য যে, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে মোটরসাইকেল সরিয়ে ফেললেও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। দুর্ঘটনার সময় শাকিলসহ কয়েকজন বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেরানীহাটের দিকে আসছিলেন।