চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় গোবিন্দ জলদাশ নামে এক জেলে নিহত হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) মুছাপুরের বাগাইরগো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গোবিন্দ মাছ ধরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।