চট্টগ্রামের লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে মো. এহেছান (৪৩) নামের এক দিনমজুরের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে লোহাগাড়া থানার সামনে অবস্থিত হাশেম পার্ক আবাসিক ভবনের গেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এহেছান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ভেওলার বাসিন্দা, তিনি শামসুল আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসা বদলের কাজে মালামাল ওঠানো-নামানোর সময় হঠাৎ উপর দিয়ে যাওয়া উচ্চভোল্টেজের বৈদ্যুতিক লাইনে তার শরীর স্পৃষ্ট হয়। এতে মুহূর্তেই তার শরীর ঝলসে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় যুবদল নেতা মো. মুসলিম উদ্দীনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, এই স্থানটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। কিছুদিন আগে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলেও বিদ্যুৎ বিভাগ কিংবা সড়ক ও জনপদ কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এরই ফলস্বরূপ আজ একজন দিনমজুরকে প্রাণ দিতে হলো।
এ বিষয়ে লোহাগাড়া জোনাল অফিস, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ইনচার্জ রফিকুল খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ আমিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট একজন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু আসার আগেই তিনি মারা যান।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।