চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আরমান (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকার পেয়ার ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের বাসের সাথে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ট্রাকচালক আরমানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার ফলে উভয় গাড়ির সম্মুখভাগ严重ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। ময়নাতদন্তের পর নিহত ট্রাকচালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।