রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকায় কাজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ এক যুবকের নিথর দেহ ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে। নিহত যুবক নয়ন আচার্য (৩০), মৃত ননী গোপাল আচার্যের ছেলে।
জানা যায়, নয়ন রানীরহাট এলাকায় একটি সিগারেট কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন। সোমবার রাতে সাড়ে ৮টার দিকে তিনি সাইকেলযোগে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। রাত পার হওয়ার পরেও তাকে বাড়ি ফিরে না দেখে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে, রাত আড়াইটার দিকে পারুয়া ডিসি সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, নিহত যুবক দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু এই রোগের কারণে ঘটতে পারে, তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা মৃত্যুর সঠিক কারণ জানার জন্য পুলিশ তদন্তে সহায়তা করছেন।