চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বজ্রপাতে মোহাম্মদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিলক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিনা গাজিটিলা মধ্যম পাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন হালিমা বেগম (৫৫) নামে এক নারী।
গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় মোবারক আলী জানান, মোহাম্মদ মিয়া তার দুইটি গরু নিয়ে দুপুরে গোচারণভূমিতে চড়াতে যান। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বজ্রপাত ঘটে এবং ঘটনাস্থলেই মোহাম্মদ মিয়া ও তার দুইটি গরু মারা যায়।
শিলক পুলিশ ফাঁড়ির এসআই বাসু দেব বলেন, “মোহাম্মদ মিয়া ও আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক মোহাম্মদ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত হালিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।”
এ ঘটনায় এলাকাবাসী শোকাহত এবং বজ্রপাতের কারণে মানব ও প্রাণী জীবনের ক্ষতি হওয়ার ঘটনাটি নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে।