চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে বাবার ছুরিকাঘাতে সাহেদ (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বাবা বাড়ি থেকে পালিয়ে যান এবং রাত পর্যন্ত পুলিশ তাকে আটক করতে পারেনি।
নিহত সাহেদ চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শেখ আকনের বাড়ির মো. নুরুজ্জামানের একমাত্র সন্তান।
সাহেদের মা কামরুজ্জাহান বেগম জানান, তার স্বামী প্রবাসে থাকার সময় সিলেটের এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং সম্প্রতি তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে সাহেদ শহর থেকে বাড়ি ফিরে বাবার সঙ্গে এ নিয়ে কথা বললে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে নুরুজ্জামান ছেলের বুকে ছুরি চালিয়ে দেন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাহেদকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ঘাতক বাবাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।