মহেশখালীর মাতারবাড়িতে জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরস্পর চাচাতো ও জেঠাতো ভাইদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাইয়েরা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে জেঠাতো ভাইকে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট গ্ৰামের কচুতলা এলাকায়। নিহত ব্যক্তির নাম শামসুল আলম (৫১)। তিনি উক্ত গ্রামের আহমদ মিয়ার পুত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।
নিহত শামসুল আলমের সাথে তার আপন চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এই ঘটনায় আজ সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে বিরোধ বাঁধে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শামসুল আলমের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুল আলমকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানায়, নিহত শামসুল আলমের চাচাতো ভাই ইয়াকুব নবী, আবদুন্নবী, টিটুর নেতৃত্বে এই হামলা চালানো হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহেশখালী থানা পুলিশ। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।