কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মিঠাপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো— ওই এলাকার সোহাগ মিয়ার ছোট মেয়ে নাবিলা (২) এবং আবদুল জলিলের একমাত্র পুত্র জারিফ (২)। মৃত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কাকা আবু সাঈদের পেছনে পেছনে নাবিলা ও জারিফ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দাদা মুসলেম উদ্দিন নাতি-নাতনিদের খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান দেখতে পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, একই পরিবারের দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবরটি আমাদের জানা ছিল না। তবে পরে বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি।