চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়ায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা নাঈম (২২) ও তারেক (১৯)। এ সময় পাশে থাকা কন্ট্রাকটর মোহাম্মদ মানিক ও তার সহকারী মোজাম্মেল অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, ট্যাংকের ভেতরে ইথেন গ্যাস জমে থাকায় অক্সিজেনের অভাবে শ্রমিকরা মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবার কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।