চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আহত আরও ১ শ্রমিকের মৃত্যু

চন্দনাইশে গ্যাস ক্রসফিলিং গুদামে ভয়াবহ সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনায় গুরুতর আহত আরও একজন শ্রমিক মারা গেছেন। নিহতের নাম মোহাম্মদ আকিব (১৭)। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি বাংলাদেশের চন্দনাইশ মানবিক টিমের প্রধান মাওলানা সোলাইমান ফারুকী।

মোহাম্মদ আকিব হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দার ডেবা এলাকার মোহাম্মদ আমিনের ছেলে। গত ১৭ সেপ্টেম্বর ভোরে চন্দনাইশ ও সাতকানিয়া সীমান্তের চরতী এলাকায় অবৈধ গ্যাস ক্রসফিলিংয়ের সময় গুদামে একাধিক গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে, যা গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত করে। এ ঘটনায় গুদামে অবস্থানরত ১০ জন শ্রমিক গুরুতর দগ্ধ হন। তাদের মধ্যে ৭ জন মারা গেছেন, বাকি ৩ জন বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থাও গুরুতর।

ঘটনার পর চন্দনাইশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে, গুরুতর অবস্থায় ৪ জনকে ঢাকায় স্থানান্তরিত করা হয়, যাদের মধ্যে মোহাম্মদ ইদ্রিস (২৬), মোহাম্মদ ইউসুফ (৩০), মাহাবুবুল আলম (৪৭), মোহাম্মদ ছালেহ (৩৩), মোহাম্মদ হারেছ (২২), এবং মোহাম্মদ আকিব (১৭) মারা যান।

বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন তিনজন শ্রমিক মোহাম্মদ কফিল (২২), মো. সৌরভ রহমান (২৫) ও মোহাম্মদ লিটন (২৮)। তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *