চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আরও ১ শ্রমিকের মৃত্যু, নিহতের সংখ্যা ৫

চন্দনাইশ, ২৪ সেপ্টেম্বর: চন্দনাইশে গ্যাস ক্রসফিলিং গুদামে ভয়াবহ সিলিন্ডার বিষ্ফোরণে গুরুতর আহত আরও এক শ্রমিক মারা গেছে। ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মোঃ হারেছ (৩০) মারা যান।

ভয়াবহ এই সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ ১০ জনের মধ্যে এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। নিহত হারেছ চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দার ডেবা এলাকার নুরুল ইসলামের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং গাউছিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিমের প্রধান মাওলানা মোঃ সোলাইমান ফারুকী।

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর ভোর ৬:৩০টার দিকে চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তবর্তী দ্বীপ চরতী সর্বিরচর নির্জন এলাকায় অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। গুদামটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় এবং ঘটনাস্থলে ১০ জন শ্রমিক দগ্ধ হন।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রথমে ৪ জনকে ঢাকায় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। পরবর্তীতে, অন্য ৬ জনের অবস্থাও গুরুতর হওয়ায় তাদেরকেও ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনায় গুদামের মালিক মাহাবুবুল আলমও নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *