চট্টগ্রাম নগরীর মাদারবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১২টার দিকে মাদারবাড়ী শুভপুর বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি তাকে চাপা দেয়, ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ট্রান্সপোর্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম আজাদ “আজাদ এন্টারপ্রাইজ” নামের একটি ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের মালিক। তিনি মদিনা মসজিদ সংলগ্ন দিদার মার্কেট এলাকায় বসবাস করতেন।