চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ঈগল পরিবহণের বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে ৩ জন নিহত, ৫ জন আহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাসানদণ্ডি পাঠানপোল এলাকায় সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে যাত্রীবাহী ঈগল পরিবহণের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুটি সিএনজিচালিত অটোরিকশা বিধ্বস্ত হয়েছে। এতে বউ-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন: ফাতেমা বেগম (৭৫), শামিমা আক্তার (৪৫), মো. শরিফ (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা বেগম এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমদের আপন ভাগ্নি ছিলেন, শামিমা আক্তার তার ভাগ্নির ছেলের বউ, এবং মো. শরিফ একটি ওষুধ কোম্পানি অপসোনিনের বিক্রয় প্রতিনিধি। ফাতেমা বেগম ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন।

এ দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক মাহবুব, যাত্রী পলাশ, রহিম, সাজিদ এবং হামিম। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন জানান, ঈগল পরিবহণের একটি বাসের সঙ্গে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি পুলিশ জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *