চট্টগ্রাম নগরের আকবর শাহ সিটি গেট এলাকায় কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে ঘটে এই দুর্ঘটনা। নিহতরা হলেন আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২), যারা সবাই সীতাকুণ্ডের বাসিন্দা। সোহাগ পিকআপের চালক ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আলমগীর হোসেন জানান, পিকআপটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন, আর পাঁচজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। তারা সবাই মাছ ব্যবসায়ী, ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ আনার জন্য। পিকআপ ভ্যানটিতে ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন।
আকবর শাহ থানার এসআই মো. সাজ্জাদ জানিয়েছেন, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করেছে এবং মৃতদের লাশ পুলিশের হেফাজতে রয়েছে।