আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া এলাকায় একটি খালের মধ্যে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৩ বছর বয়সী হেফজখানার ছাত্র ইয়াছিন আরাফাতের লাশ। নিহত আরাফাত খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
নিহত ইয়াছিন আরাফাত সাতকানিয়া পৌরসভার দক্ষিণ চর পাড়ার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে। আরাফাতের মা বাবলী বেগম জানান, তাদের পরিবার আগে ঢাকায় বসবাস করত। সেখানে পুরান ঢাকার লালবাগে আরাফাত একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তবে তার বাবা সৌদি আরব চলে যাওয়ার পর গত মাসের ৩০ তারিখে তারা গ্রামে চলে আসেন এবং এখানে আরাফাতকে স্থানীয় খালেদ বীন ওয়ালিদ মাদ্রাসার হেফজখানায় ভর্তি করান।
এদিন সকালে স্থানীয়রা খালে ভাসমান লাশ দেখতে পেয়ে জানালে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে সনাক্ত করে যে, ওই লাশ আরাফাতের।
আরাফাতের চাচা মহি উদ্দীন মিন্টু জানান, গত বৃহস্পতিবার বিকালে আরাফাত মাদ্রাসা থেকে বের হয়ে বাড়ি বা মাদ্রাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু তার সন্ধান পাননি। তবে আজ সকালে ফেসবুকের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তিনি লাশ সনাক্ত করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “লাশটি পোস্টমর্টেমের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে।