চট্টগ্রামের মদের বারে আগুন: কেউ হতাহত হয়নি

চট্টগ্রামের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতাধীন ‘মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্ট’-এ সোমবার সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

আগুন নিয়ন্ত্রণের পর বারের ভেতর থেকে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। কর্মচারীরা দুপুরের মধ্যে পুড়ে যাওয়া সামগ্রীগুলো বার থেকে বের করে ট্রাকের মাধ্যমে স্থানান্তরিত করতে দেখা গেছে।

গত বছরের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের সময়, এই মদের বারটি লুটপাটের শিকার হয়েছিল। কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় সংস্কার করে বারে কার্যক্রম শুরু করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *