চট্টগ্রামের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এক পথচারী নারী মিনিবাসের চাপায় মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে শহরমুখী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় পথচারী নারী মিনিবাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পটিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় একজন নারী নিহত এবং তিনজন আহত হয়েছেন। গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।