চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এক বিকাশ ব্যবসায়ীর ওপর ভয়াবহ হামলা চালিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)। তিনি শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা এবং স্থানীয় ‘সাথী এন্টারপ্রাইজ’ নামে একটি দোকান পরিচালনা করেন, যেখানে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য ছাড়াও বিকাশ ও নগদ লেনদেন করা হয়।
দেলোয়ার জানান, প্রতিদিনের মতো রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শিকলবাহা ক্রসিং মোড়ে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে মাথায় আঘাত করে। মাটিতে পড়ে যাওয়ার পর হামলাকারীরা তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ৩.৫ লাখ টাকা ছাড়াও বিকাশ ও নগদ লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিল।
এ ঘটনায় দেলোয়ার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা শঙ্কামুক্ত হলেও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান বলেন, “সংবাদ পাওয়ার পর রাতেই ওসি সহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমরা ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।”