কুমিল্লায় এক পরিবারের চারজন নিহত: উল্টো পথে চলা হানিফ পরিবহনের বাস জব্দ, চালক এখনো পলাতক

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় উল্টো পথে চলা হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে বাসের চালককে এখনো আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে দেবীদ্বার উপজেলার খাদঘর এলাকায় মানামা হোটেলের সামনের মাঠ থেকে বাসটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার।

গত শুক্রবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডসংলগ্ন উত্তর রামপুর এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি প্রাইভেট কারের ওপর উল্টে পড়ে সিমেন্টবোঝাই লরি। এতে ওই কারে থাকা একই পরিবারের চারজন নিহত হন। পুলিশের তথ্যমতে, ঢাকামুখী লেনে উল্টো পথে আসা হানিফ পরিবহনের বাসের কারণেই লরিচালক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের উমর আলী (৮০), তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংকার আবুল হাসেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। চিকিৎসা শেষে বাবা-মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন দুই ভাই।

দুর্ঘটনার ঘটনায় নিহত উমর আলীর ভাই আবুল কালাম শুক্রবার রাতেই কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। মামলায় লরি ও হানিফ পরিবহনের বাসের চালকদের আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে প্রাইভেট কারটি নিয়ম মেনেই ইউটার্ন নিচ্ছিল। কিন্তু হানিফ পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১২-২১৯৭) বাসটি উল্টো পথে আসায় লরি নিয়ন্ত্রণ হারায় এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ হলেও চালক ও হেলপারকে এখনো ধরা যায়নি; তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *