কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে গিয়ে নিখোঁজ ১৬ বছর বয়সী আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আহনাফ বগুড়া জেলার বাসিন্দা এবং বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহীমের ভাতিজা।
সি সেইফ লাইভগার্ডের সুপারভাইজার ওসমান গণি জানিয়েছেন, স্থানীয় পোনা শিকারীরা মরদেহটি তীরে ভাসতে দেখে এবং তা লাইফগার্ড ও বীচ কর্মীদের কাছে তুলে দেয়। কর্মীরা মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠান।
লাইফগার্ড কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল রোববার দুপুরে আহনাফ ও তার দুই বন্ধু সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান। লাইফগার্ড কর্মীরা দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ ভেসে যায়। ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম বলেন, “আহনাফ বগুড়া থেকে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং স্বজনরা প্রক্রিয়া শেষে মরদেহ গ্রহণ করবেন।”