দক্ষিণ রাঙ্গুনিয়া থানার যাত্রা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: সুমন বড়ুয়া

দক্ষিণ রাঙ্গুনিয়া নামে নতুন আরেকটি থানার যাত্রা শুরু হয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ অংশে নতুন এই থানার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘প্রায় দুই বছর আগে প্রধানমন্ত্রী এখানে থানা স্থাপনের সিদ্ধান্ত দিয়েছিলেন। প্রশাসনিক অন্যান্য ধাপ অতিক্রম করে এই থানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ার অন্য অংশের সঙ্গে কর্ণফুলী নদী দ্বারা দক্ষিণ রাঙ্গুনিয়া বিভক্ত। এই এলাকায় ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের বসবাস। রাঙ্গুনিয়া থানা থেকে এসে এখানে সেবা দেয়ার ক্ষেত্রে অনেক সময় প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। অপরাধীরা এখানকার পাহাড়ি এলাকায় পালিয়ে যেত। এ কারণে এখানে থানা স্থাপন প্রয়োজন ছিল। এটা স্থানীয়দেরও দাবি।’

২০১৯ সালের ২১ অক্টোবর দেশে নতুন আরও সাতটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন করে পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এর মধ্যে একটি ছিল রাঙ্গুনিয়ার সরফভাটা, শিলক, পদুয়া ও কোদালা ইউনিয়ন নিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, পুলিশ সুপার এস এম রশিদুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *