রাজধানীর খিলগাঁও থানায় অস্ত্র লুটের একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর ছবি ছড়ানোর বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। সোমবার (১১ আগস্ট) এই তথ্য জানানো হয়।
‘বাংলাফ্যাক্ট’ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে—গণঅভ্যুত্থানের এক বছর পর খিলগাঁওয়ের একটি মসজিদ থেকে বিপুল পরিমাণ লুট করা অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ছবিগুলোর ঘটনা সাম্প্রতিক নয়। ২০২৪ সালের ৭ আগস্ট, গণঅভ্যুত্থানের ঠিক পরদিন, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অস্ত্রগুলো উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
ওই অভিযানে সহায়তা করেছিলেন খিলগাঁও ঈমানবাগ জামে মসজিদের ইমাম ও মুসল্লিরা।