ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ বিষয়ে গতকাল বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক বৈঠকে আইজিপি এ তথ্য প্রকাশ করেন। বৈঠকে কিছু বিধিমালা সংশোধন করার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আলোচনা হয়।
আইজিপি জানিয়েছেন, চার হাজার এএসআই নিয়োগের মধ্যে ৫০ শতাংশ সরাসরি এবং ৫০ শতাংশ পদোন্নতির মাধ্যমে নেওয়া হবে। তিনি আরো বলেন, “বিধিমালায় কিছু মাইনর সংশোধনের প্রয়োজন ছিল, যা জনপ্রশাসন মন্ত্রণালয় করে দিচ্ছে, ফলে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে।”
নিয়োগ প্রক্রিয়া কত দ্রুত হবে, এমন প্রশ্নে আইজিপি বলেন, “আমরা যত দ্রুত সম্ভব নিয়োগ শেষ করতে চাই। প্রধান উপদেষ্টা কিছুদিন আগে কিছু ফোর্স নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন, সেগুলোর কাজ চলছে।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান জানান, “পুলিশের আইজিপি ও তার প্রতিনিধিদল পুলিশ রেগুলেশন (বিধিমালা) সংশোধনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে সভা করেছে। এতে এএসআইসহ অন্যান্য পদগুলোর নিয়োগ দ্রুত সম্পন্ন হবে।”
তিনি আরো জানান, “আজই আদেশ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় যে প্রতিবন্ধকতা ছিল, তা আর থাকবে না। সিপাহি পদেও প্রয়োজনীয় নিয়োগ দেওয়া হচ্ছে। বিশেষত, আগামী নির্বাচনের জন্য পুলিশ বাহিনীর প্রস্তুতি দ্রুত শেষ করা হবে।”