ঢাকায় পৌঁছেছেন বিএসএফ মহাপরিচালক, নয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে শুরু হবে বিজিবি-বিএসএফ মহাপর্যায়ের বৈঠক

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী নয় সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছেন।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টা ৪৩ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই-১১০৩ নম্বর ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিনিধি দলে রয়েছেন বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক মহেশ কুমার আগারওয়াল, পরিদর্শক জেনারেল সুমিত শরণ, ডিআইজি বিকাশ মোহন সিং, স্টাফ অফিসার ব্রিজেশ ইয়াদাভ এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—অক্ষয় অশোক শিন্ডে, পরমজিৎ সিং ও মধুরি গাড্ডাম। সফরকালে তারা বিজিবি অফিসার্স মেসে অবস্থান করবেন।

বিশেষজ্ঞদের মতে, এমন সময়ে এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি সীমান্তে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ‘পুশইন’ করার ঘটনা ঘিরেও দেশে নানা আলোচনা-সমালোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *