ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার মোট ৫৬৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আজ সোমবার, শেষ দিনে ফরম নিয়েছেন ৪৪২ জন। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।
গত ১২ আগস্ট থেকে মনোনয়ন বিতরণ শুরু হয়ে আজ শেষ হয়। অধ্যাপক জসীম উদ্দিন জানান, শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল, এবং শেষ দিনে মনোনয়ন সংগ্রহে ভিড়ও ছিল বেশি। প্রার্থীরা আচরণবিধি মেনে শৃঙ্খলার সঙ্গে মনোনয়ন সংগ্রহ করেছেন বলে তিনি জানান।
এবার ডাকসুর কেন্দ্রীয় সংসদে মোট পদ বেড়ে হয়েছে ২৮টি। নতুন যুক্ত হওয়া তিনটি পদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদক।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে হল সংসদ নির্বাচনের জন্য ১,২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। সবচেয়ে বেশি মনোনয়ন সংগ্রহ হয়েছে শহীদুল্লাহ হলে (৯৭ জন), এবং সবচেয়ে কম কুয়েত মৈত্রী হলে (২৯ জন)।
ডাকসু ও হল সংসদের নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০,৮৭১ জন এবং ছাত্রী ১৮,৯০২ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ২১ আগস্ট বেলা ১টায়।
আপনি চাইলে এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংক্ষিপ্ত সোশ্যাল মিডিয়া পোস্ট বা ইংরেজি সংস্করণও তৈরি করে দিতে পারি।