ট্রাফিক আইন ভঙ্গের কারণে দু’দিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৩,৫৫৯টি মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে ৩,৫৫৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এছাড়া, অভিযানে ৪৩২টি গাড়ি ডাম্পিং এবং ১১৬টি গাড়ি রেকার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে এসব মামলা করা হয়।

এছাড়া, ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *