টিএনজেড গ্রুপের শ্রমিকদের মজুরি না দেওয়ায় গণতান্ত্রিক অধিকার কমিটির নিন্দা

ঈদের আগে টিএনজেড গ্রুপের তিন কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করায় তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। পাশাপাশি গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করে শহীদ ফিলিস্তিনিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছে তারা।আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নিচতলার টিচার্স লাউঞ্জে ড. হারুন উর রশীদের সভাপতিত্বে গণতান্ত্রিক অধিকার কমিটির ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ বিবৃতিতে সভার আলোচনার বিষয় ও কর্মসূচি সম্পর্কে জানানো হয়। সভা থেকে অন্তর্বর্তী সরকারের আট মাসের পর্যালোচনা নিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, তিন মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে গত ২৩ মার্চ শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছিল টিএনজেড গ্রুপের তিন কারখানার প্রায় তিন হাজার শ্রমিক। ২৭ মার্চ বিকেলে শুধু অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডের শ্রমিকদের এক মাসের বেতনের ৭০ ভাগ দেওয়া হয়। টিএনজেড অ্যাপারেলস এবং অ্যাপারেলস আর্ট লিমিটেডের শ্রমিকেরা কোনো টাকা পাননি। এই পরিস্থিতিতে তাঁরা ২৮ মার্চ সংবাদ সম্মেলন করে আরও ১৭ কোটি ৭৮ লাখ টাকা বকেয়ার হিসাব প্রকাশ করেন।গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সদস্যদের প্রত্যাশা, আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) শ্রমসচিব তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধের যথোপযুক্ত ব্যবস্থা নেবেন।

সভায় সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। আর অন্তর্বর্তী সরকারের আট মাসের পর্যালোচনা নিয়ে ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে কর্মসূচি আহ্বান করা হয়েছে।

সভায় অধ্যাপক আনু মুহাম্মদ, গবেষক মাহা মির্জা, গবেষক মাহতাব উদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, মানবাধিকারকর্মী ফেরদৌস আরা রুমী, রাজনৈতিক কর্মী আবদুল্লাহ আল কাফী, ফখরুদ্দিন কবীর আতিক, বাকী বিল্লাহ, ডা. জয়দীপ ভট্টাচার্য, সদরুল হাসান রিপন, চিকিৎসক ড. নাজমুস সাকিব, চলচ্চিত্রকর্মী আকরাম খান, সজীব তানভীর, রাফসান আহমেদ এবং গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিনিধিসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *