টাঙ্গুয়ার হাওরে নৌকা ভ্রমণে গিয়ে জানালা দিয়ে পড়ে শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পাঁচ বছর বয়সী একটি শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা একটার দিকে হাওরের গোলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটির নাম মাসুম আহমদ, যিনি সিলেট নগরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কবির আহমদ পরিবারসহ সিলেট থেকে শুক্রবার সকালে তাহিরপুর পৌঁছান। এরপর তারা একটি নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে যান। গোলাবাড়ি এলাকায় পৌঁছানোর পর, নৌকার ওপরে থাকা বাবা-মায়ের সঙ্গে মাসুম তার দাদির কাছে নৌকার ভেতরে ছিল। একসময় নৌকার জানালা দিয়ে বাইরে তাকাতে গিয়ে শিশুটি পানিতে পড়ে যায়। এর পরপরই তার বাবা ও অন্যরা পানিতে ঝাঁপ দিয়ে তাকে খুঁজতে থাকেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটির সন্ধানে কাজ শুরু করেছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, স্থানীয়রা সহায়তা করছেন, এবং উদ্ধার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *