জুলাই গণ–অভ্যুত্থানের দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনে নিচে ফেলে দেওয়া শহীদ শাইখ আশহাবুল ইয়ামিন হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অন্যদিকে জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন মাস বাড়ানো হয়েছে।

প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এই সময় বাড়ান ট্রাইব্যুনাল। প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম এই তথ্য জানান।

এই দুই মামলায় আজ ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের মধ্যে সাভারে ইয়ামিন হত্যা মামলার চার আসামি রয়েছেন। তাঁরা হলেন পুলিশের সাবেক সদস্য সোহেল মিয়া, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ওরফে সুজন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া যুবলীগের ঢাকা জেলার সদস্য মো. মিজানুর রহমান ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাভার উপজেলার নেতা জাকির হোসেন। শেষের তিনজন আগে থেকে অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন।

সাভারের এ ঘটনায় করা মামলায় প্রথমে ১০ জনকে আসামি করা হয়েছিল। তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় পরে আরও তিনজনকে আসামি করা হয়। আজ এই মামলায় আরও একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *