জুলাই আন্দোলনে ইউনূসের মত ‘নৈতিক নেতৃত্ব’ হাফিজের ছিল না: প্রেস সচিব

জুলাই আন্দোলনের সময় মুহাম্মদ ইউনূসের মত ‘আন্তর্জাতিক তৎপরতা’ বা ‘নৈতিক নেতৃত্ব’ বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদের ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার এক ফেইসবুক পোস্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

হাফিজ উদ্দিনকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন, ফেইসবুক পোস্টে তার কোনো ব্যাখ্যা দেননি প্রেস সচিব। তবে দুদিন আগে ঢাকায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্য দেন এ বিএনপি নেতা।

সেদিন উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি বলেন, “বিদেশ থেকে ধার করে আনা আঁতেলরা আমাদের শেখাচ্ছে, কীভাবে দেশ চলবে? এদের অনেকে জানে না, ধান গাছের তক্তা হয় কি হয় না। কিন্তু আমাদেরকে লেকচার দিয়েই যাচ্ছে।”

প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টা আওয়ামী লীগের ‘দুঃশাসনের’ বিরুদ্ধে কোনো কথা বলেননি— এমন মন্তব্যও করেন তিনি।

তার এসব মন্তব্যের দুদিন পর ফেইসবুক পোস্টে হাফিজ উদ্দিনের প্রসঙ্গ টানলেন প্রেস সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *