জিইসি কনভেনশনে কনসার্টে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১০

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারের কনসার্টে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা’ স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করেছে খুলশী থানা পুলিশ।

রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠান। আসামিরা হলেন- আয়মান মুরাদ ফারদিন, নাজমুল হোসাইন, সালমান আহমেদ অভিন, আলেক খন্দকার, জাকির হোসেন, নুর ই আলম সিদ্দিকী, শহিদুল ইসরাম সানি, সাব্বির হোসেন, তাসলিমুল ইসলাম ইফাজ ও নুর এলাহি ফারুক। এদের মধ্যে নাজমুল ও সালমান দুই জন আয়োজন প্রতিষ্ঠানের কর্মকর্তা।

নগরের খুলশী থানার ওসি শাহীনুর জামান বলেন, মোটরসাইকেল প্রতিষ্ঠানের অনুষ্ঠানের কনসার্টে মারামারির ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে আয়োজন প্রতিষ্ঠানের দুই ব্যক্তি রয়েছেন।

গত শনিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল প্রতিষ্ঠানের অনুষ্ঠান শেষে কনসার্টের আয়োজন করা হয়। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশন করতে আসেন। কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল। এ সময় একদল তরুণ ‘জয় বাংলা, শেখ হাসিনা’ স্লোগান দিতে শুরু করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্য মারামারি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হন। পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি ছুড়েন। এ সময় শরীফ নামে এক ব্যক্তি গুলিতে আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় ফেসবুকে ২৪ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে। এ খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হলের সামনে জড়ো হয়ে মিছিল-সমাবেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *