জাবি শিক্ষকের মৃত্যুতে জামায়াত আমির ও ছাত্রশিবির সভাপতির শোক প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনার সময় চারুকলা বিভাগের লেকচারার জান্নাতুল ফেরদৌস মৌমিতার আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তারা নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টের মাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানান।

জামায়াত আমির তার পোস্টে লেখেন, “আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং তার পরিবার ও স্বজনদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন।”

ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “মরহুমার মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের ধৈর্য ধারণের শক্তি দেন।”

প্রসঙ্গত, শুক্রবার সকালে ভোট গণনার কার্যক্রমে অংশ নিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্বে থাকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা। হলের নির্দিষ্ট কক্ষের সামনে হঠাৎ পড়ে যান তিনি। পরে দ্রুত তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ৩৪ বছর পর অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১,৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। ভোটগ্রহণ শেষ হওয়ার পাঁচ ঘণ্টা পর শুরু হয় ব্যালট গণনা, যা বর্তমানে চলছে প্রথাগত হাতে গোনার পদ্ধতিতে। ভোট গণনার পরিস্থিতি সরাসরি দেখানো হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলইডি স্ক্রিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *